মৃত্যুদণ্ড কার্যকরে ইরানের রেকর্ড
- সময় ০৭:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
- / 18
মৃত্যুদণ্ড কার্যকরে নিজেদের রেকর্ড ভেঙেছে দেশটি। এক বছরের ব্যবধানে ৬ শতাংশ বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ২০২৪ সালে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। যা ২০২৩ সাল থেকে ৬ শতাংশ বেশি। মৃত্যুদণ্ড কার্যকরে নিজেদের রেকর্ড ভেঙেছে দেশটি। মঙ্গলবার এসব তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে ভলকার তুর্ক জানান, ইরানে ৯শ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ডের খবর পেয়েছে জাতিসংঘ। যার মধ্যে শুধু ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। এ সংখ্যা উদ্বেগজনক বলছেন ভলকার তুর্ক।
এছাড়া নারীদের মৃত্যুদণ্ডের সংখ্যাও বেড়েছে। ইয়ানে ৯ বছরে সর্বোচ্চ রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ২০২৪ সালে।
২০২২ সালের ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল। কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত হয়। ইরানের বাধ্যতামূলক পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে আটকের পর পুলিশি হেফাজতে তিনি মারা যান।
ইরানে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো বড় অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চীনের পর ইরানই প্রতিবছর সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের হিসাব পাওয়া যায় না।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited