ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিষ্টির দোকান থেকে মাধাইয়া বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 27

মাধাইয়া বাজারে আগুন

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

এদিকে, মাধাইয়া বাজারটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি। ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

মিষ্টির দোকান থেকে মাধাইয়া বাজারে আগুন

সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

এদিকে, মাধাইয়া বাজারটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি। ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।