মিশর-ইসরায়েল বাদে ট্রাম্প প্রশাসনের সহায়তা বন্ধ
- সময় ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
- / 33
মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য মিশর-ইসরায়েল বাদে সব দেশে আমেরিকান সহায়তা বন্ধ বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই আওতার মধ্যে পড়েছে ইউক্রেনও। স্থানীয় সময় শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র সব দেশের জন্য সহায়তা দেওয়া বন্ধ করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরের জন্য সামরিক সহায়তা ও হিমায়িত জরুরি খাদ্য সরবরাহ বন্ধ করবে না।
এ সংক্রান্ত একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির অংশ এই উদ্যোগ।
সংশ্লিষ্টরা বলছেন, এই আদেশটি উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সমস্ত কিছুকে প্রভাবিত করবে।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিলেন।
পরামর্শদাতা সংস্থা দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ৬৪ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা দিয়েছিল। তবে গত বছর দেশটি কত ডলারের বিদেশি সহায়তা দিয়েছে তা জানা যায়নি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited