মিয়ানমারে ২০ দিনের যুদ্ধবিরতি

- সময় ১১:১৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / 9
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ কার্যক্রম সহজ করতে গৃহযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার। বুধবার (২ এপ্রিল) শুরু হয়ে ২২ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকাজ সহজ করতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা প্রকাশের লক্ষ্যে এই চুক্তি করার কথাও জানিয়েছে জান্তা।
এদিকে, ভূমিকম্পবিধ্বস্ত অঞ্চলে চীনা ত্রাণ সহায়তা বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দেশটির জান্তা সৈন্যরা। যদিও জান্তা বাহিনী জানিয়েছে, গাড়িটিকে থামার নির্দেশ দিতে ফাঁকা গুলি চালানো হয়। এ ঘটনায় হতাহত হননি কেউ।
গত শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়। এরপর কয়েক মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার পরাঘাত হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited