মালয়েশিয়ায় মানবপাচার চক্রের কবল থেকে ১১ বাংলাদেশি উদ্ধার
- সময় ০৫:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 16
মালয়েশিয়ায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে যাদেরকে পাচার করার প্রস্তুতি চলছিল।
শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর চেরাসের তিনটি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। পুরুষ তিনজনকে মানবপাচার চক্রের মূল হোতা বলে মনে করা হচ্ছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, তাদের সবার বয়স ৩৫ থেকে ৩৮ বছর।
চক্রের কাছ থেকে ১১ জন বাংলাদেশিকেও উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, ৮০০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮০০ ডলার এবং ২টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এদের বয়স ৩০ থেকে ৩৮ বছর বলে জানানো হয়।
বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, চক্রটি মানবপাচারের সাথে জড়িত ছিল। কাজের লোভ দেখিয়ে তারা বাংলাদেশিদের মালয়েশিয়ায় আনত। এবং এজন্য প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করত।
বিবৃতিতে আরও বলা হয়, চক্রটি পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের সব ব্যবস্থা করে বাংলাদেশিদের পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করাত।
গ্রেফতার পুরুষ ৩ জনের বিরুদ্ধে মানবপাচার ও অবৈধ অভিবাসন আইন, ২০০৭-এর ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। আর আটক নারীর বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।