ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপে ৫৩তম মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মালদ্বীপ
  • সময় ০৯:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 24

মালদ্বীপে বিজয় দিবস

সোমবার (১৬ ডিসেম্বর) ২০২৪ মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস কর্তৃক দিনব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়। প্রত্যুষে বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গনে পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

সান্ধ্যকালীন অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, মান্যবর ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণী সমূহ পাঠ করা হয়। বানীসমূহ যথাক্রমে পাঠ করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী ময়নাল হোসেন।

এরপর মহান বিজয় দিবসের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়, এ সময় বিশিষ্ট প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ খলিলুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ সোহেল রানা ও ডাঃ মোক্তার আলী লস্কর বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান এ শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরবর্তীতে একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের ও জুলাই আগস্ট গন অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের রূহের মাগফিরাত কামনা করেন । তিনি স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের স্থানীয় আইন মেনে যথাযথভাবে কাজ করার ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান।

মালদ্বীপে বিজয় দিবস
মালদ্বীপে বিজয় দিবস

সবশেষে নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে একঝাঁক উদীয়মান শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মালদ্বীপে ৫৩তম মহান বিজয় দিবস পালিত

সময় ০৯:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

সোমবার (১৬ ডিসেম্বর) ২০২৪ মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস কর্তৃক দিনব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়। প্রত্যুষে বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গনে পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

সান্ধ্যকালীন অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, মান্যবর ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণী সমূহ পাঠ করা হয়। বানীসমূহ যথাক্রমে পাঠ করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী ময়নাল হোসেন।

এরপর মহান বিজয় দিবসের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়, এ সময় বিশিষ্ট প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ খলিলুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ সোহেল রানা ও ডাঃ মোক্তার আলী লস্কর বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান এ শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরবর্তীতে একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের ও জুলাই আগস্ট গন অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের রূহের মাগফিরাত কামনা করেন । তিনি স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের স্থানীয় আইন মেনে যথাযথভাবে কাজ করার ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান।

মালদ্বীপে বিজয় দিবস
মালদ্বীপে বিজয় দিবস

সবশেষে নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে একঝাঁক উদীয়মান শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।