মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জয়শঙ্করের বৈঠক | Bangla Affairs
০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জয়শঙ্করের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ০৩:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 61

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জয়শঙ্করের বৈঠক

আমেরিকায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

স্থানীয় সময় (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে জয়শঙ্কর জানান, ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তারা। পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছেন তারা।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক সপ্তাহ আগে আমেরিকা গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এস জয়শঙ্কর ২০২৪ সালের ২৪-২৯শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে অপরপক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনেও সভাপতিত্ব করবেন তিনি।

২০১৬-২০ পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত সমীকরণ ছিল নিবিড়। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন মোদি।

 

শেয়ার করুন

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জয়শঙ্করের বৈঠক

সময় ০৩:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

আমেরিকায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

স্থানীয় সময় (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে জয়শঙ্কর জানান, ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তারা। পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছেন তারা।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক সপ্তাহ আগে আমেরিকা গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এস জয়শঙ্কর ২০২৪ সালের ২৪-২৯শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে অপরপক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনেও সভাপতিত্ব করবেন তিনি।

২০১৬-২০ পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত সমীকরণ ছিল নিবিড়। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন মোদি।