মানসিক রোগী হয়ে ফিরছেন ইসরায়েলি সেনারা!
- সময় ০৭:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / 260
গাজায় হামলা চালানোর পর থেকে মানসিক রোগী হয়ে ফিরছেন ইসরায়েলি সেনারা। একজন-দু’জন নয়; আক্রান্তের সংখ্যা কয়েক হাজারে ছাড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বাহিনীর হিসেবে, এখন পর্যন্ত অন্তত ৯ হাজার ইসরায়েলি সেনাকে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় ঘুম হারাম ইসরাইলের। গেল বছরের ৭ অক্টোবর গাজায় হামলা চালায় ইসরাইল। ওই হামলায় মুসলিম দেশগুলো নিন্দা জানান। দেশে দেশে ইসরাইলি পণ্য বর্জন করেন সাধারণ মানুষ।
ওই হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর নিয়মিত ও রিজার্ভ বাহিনীর ১৩ হাজার সদস্যের চিকিৎসার প্রয়োজন হয়েছে। হিন্দুস্তান টাইমস ও মিডল ইস্ট মনিটর জানিয়েছে, চিকিৎসা নেয়ার সংখ্যা দুই হাজার ৩৩৫ জন। এসব সেনা সদস্যকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়া ১৫৫ জন সেনা চোখের গুরুতর আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন এবং ২৯৮ জনের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্থ হয়েছে। তথ্যে আরও দেখা গেছে যে, গাজায় হামলা শুরুর পর থেকে প্রায় ৯ হাজার ইসরায়েলি সেনা মানসিক চিকিৎসা নিয়েছেন। তাদের প্রায় এক চতুর্থাংশ আর যুদ্ধে ফিরে আসেননি। এই তথ্যের মাধ্যমে ধারণা করা যায় যে, অন্তত ২৭৫ জন ইসরায়েলি সেনা মানসিক স্বাস্থ্যের গুরুতর স্তরে পৌঁছেছে এবং তাদেরকে অভ্যন্তরীণ মানসিক পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী মোশে আরবেল নিজেই স্বীকার করেছেন যে, ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি ভয়াবহ রকমের বিপর্যস্ত হয়ে পড়েছে। স্মরণকালের ইতিহাসে তাদের সেনারা সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্কট আরও প্রকট হচ্ছে।
আইডিএফ বরাতে টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা যুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে ৮০ ভাগই কোন না কোন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ, ৩৫ হাজারের বেশি সেনা মাসনিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শীর্ষ সংবাদ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা গেছে, সংঘাত শুরুর পর, মানসিক স্বাস্থ্য সেবা পেতে দেশটির স্বাস্থ্য সেবা হটলাইনে কল করেছে ৩৫ হাজারের বেশি ইসরাইলি সৈন্য। এছাড়া তিন শতাধিত সেনাকে মানসিক সমস্যার কারণে অব্যাহতি দেয়া হয়েছে।
ইসরাইলি চিকিৎসকরা জানাচ্ছেন, গাজায় যুদ্ধের ফলে সেনা সদস্যরা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিস অর্ডারে ভুগছেন। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সৈন্যদের চিকিৎসার জন্য একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র খোলার পরিকল্পনা নিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।
ইউরেশিয়া জার্নালে প্রকাশিত ইসরাইলের রুপিন একাডেমিক সেন্টার ও যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক যৌথ সমীক্ষায় বলা হয়েছে, ২৯ শতাংশ ইসরাইলি সেনা সদস্য পিটিএসডি, ৪২ শতাংশ বিষন্নতা এবং ৪৪ শতাংশ উদ্বেগ-উৎকণ্ঠার মতো মানসিক সমস্যায় ভুগছেন কিংবা ভুগছিলেন।
খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের একটি অংশের মধ্যে মানসিক সমস্যা, এতোটাই বিপজ্জনক পর্যায়ে পৌছেছে যে, কোন কোন সেনা সদস্য যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিয়েছেন। ইসরাইলি সংবাদপত্রগুলো বলছে, গত অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধের সময় কমপক্ষে দশজন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে।
হামাসের গেরিলা যুদ্ধ কৌশল ইসরাইলি সেনাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এমনকি ¯িøপিং খেয়েও ঘুমাতে পারছে না ইহুদি সেনারা।
ইসরাইলের বিরোধী দলীয় রাজনীতিবিদরা মনে করেন, সেনা সদস্যদের এমন দশার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রীই একমাত্র দায়ী।
বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক