মানব পাচারের অভিযোগে কুয়েতে ৩ বাংলাদেশি গ্রেপ্তার
- সময় ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
- / 18
প্রবাসী বাংলাদেশিরা যেখানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেখানে কিছু অসাধু লোক দেশের ইমেজও ধ্বংস করছে। এমনই ঘটনা ঘটেছে কুয়েতে।
মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে কুয়েতে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েত।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা বাড়ানো এবং সব ধরনের জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযানটি চালানো হয়। এসময় তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজন মানব পাচারের সঙ্গে জড়িত এবং একজন স্ট্যাম্প জালিয়াতির সঙ্গে জড়িত।
কর্তৃপক্ষ জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা কুয়েতে একজন কর্মী আনতে এক হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ কুয়েতি দিনার নিতেন। গ্রেপ্তার অপর ব্যক্তিকে সরকারের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited