০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মানবিক কাজ দিয়ে আলীকদমে বিজিবি অধিনায়ক মেহেদীর যাত্রা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সময় ০৮:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 77

লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি

মানবিক কাজ দিয়েই বান্দরবানের আলীকদম ৫৭ বিজিবি’র নতুন অধিনায়ক হিসাবে কাজ শুরু করেছেন লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চলে সীমান্তের সুরক্ষা পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আলীকদমে কলার ঝিরি এলাকায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে   লে. কর্ণেল মেহেদী এসব কথা বলেন।

থানচি ও আলীকদম উপজেলাসহ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশপ্রেম, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠার মাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৮টি বিওপির কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রচেষ্টা পার্বত্য অঞ্চলের জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন বিজিবির অধিনায়ক।

এসময় প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ৩টি সেলাই মেশিন, পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা, নগদ অর্থ ও ১৪০ জন মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দিয়েছেন ৫৭ বিজিব’র নতুন অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি।

শেয়ার করুন

মানবিক কাজ দিয়ে আলীকদমে বিজিবি অধিনায়ক মেহেদীর যাত্রা

সময় ০৮:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মানবিক কাজ দিয়েই বান্দরবানের আলীকদম ৫৭ বিজিবি’র নতুন অধিনায়ক হিসাবে কাজ শুরু করেছেন লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চলে সীমান্তের সুরক্ষা পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আলীকদমে কলার ঝিরি এলাকায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে   লে. কর্ণেল মেহেদী এসব কথা বলেন।

থানচি ও আলীকদম উপজেলাসহ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশপ্রেম, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠার মাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৮টি বিওপির কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রচেষ্টা পার্বত্য অঞ্চলের জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন বিজিবির অধিনায়ক।

এসময় প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ৩টি সেলাই মেশিন, পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা, নগদ অর্থ ও ১৪০ জন মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দিয়েছেন ৫৭ বিজিব’র নতুন অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি।