শিরোনাম
জামালপুরে টিসিবির চাল-ডাল কালোবাজারিকালে ৩জন আটক
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
- সময় ০৩:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
- / 29
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রাম থেকে ৮০ বস্তা টিসিবির চাল-ডাল জব্দ করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটকও করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০), জেসমিনের মেয়ে ফারজানা (২০) ।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিক্তিতে ১ নং চর-পাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারের পার্শ্বে হুমায়ুন আলীর বাড়ীতে টিসিবির পন্য চাল ও ডাল অবৈধ ভাবে মজুদ ও টিসিবির বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে জনগনের সহায়তায় ৮০ বস্তা(চাল ও ডাল) জব্দ করা হয়। এসময় ঘটনা স্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited