ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০১:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 32

জনপ্রশাসন সচিব

সব শ্রেণির সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে এই সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

জনপ্রশাসন সচিব বলেন, ‘পে-কমিশন দেওয়া দীর্ঘ সময়ের ব্যাপার। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।’

মোখলেস উর রহমান জানান, কর্মচারীরা কর্মকর্তাদের তুলনায় বেশি ভাতা পাবেন। পেনশনে যারা আছেন তাঁরাও মহার্ঘ ভাতা পাবেন। কমিটি শিগগিরই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেবে।

জ্যেষ্ঠ সচিব জানান, বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ পেয়েছে প্রধান উপদেষ্টা। সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত দিবেন তিনি। তবে এখনও সিদ্ধান্ত হয়নি।

শেয়ার করুন

মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

সময় ০১:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

সব শ্রেণির সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে এই সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

জনপ্রশাসন সচিব বলেন, ‘পে-কমিশন দেওয়া দীর্ঘ সময়ের ব্যাপার। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।’

মোখলেস উর রহমান জানান, কর্মচারীরা কর্মকর্তাদের তুলনায় বেশি ভাতা পাবেন। পেনশনে যারা আছেন তাঁরাও মহার্ঘ ভাতা পাবেন। কমিটি শিগগিরই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেবে।

জ্যেষ্ঠ সচিব জানান, বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ পেয়েছে প্রধান উপদেষ্টা। সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত দিবেন তিনি। তবে এখনও সিদ্ধান্ত হয়নি।