ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মণিপুরে ১১ তম রাষ্ট্রপতির শাসন জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 32

মণিপুরে ১১ তম রাষ্ট্রপতির শাসন জারি

মণিপুরে দীর্ঘদিন ধরে চলা জাতিগত সংঘাতের প্রেক্ষাপটে, ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পদত্যাগ করেন। পদত্যাগের পর, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কেন্দ্রীয় সরকার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির ঘোষণা দেয়। এ নিয়ে ১৯৫১ সাল থেকে এ পর্যন্ত রাজ্যে ১১ বার রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

গত প্রায় দুবছর ধরে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এতে অন্তত দুই শতাধিক মানুষ মারা গেছেন। এছাড়া এ সময়ে শত শত বাড়িঘরে আগুন দেওয়া হয়েছেঅ। এতে সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত রোববার বীরেন সিং রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন। সোমবার বিধানসভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে এমন গুঞ্জনের মধ্যে তিনি পদত্যাগ করেন।

এদিন তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে তলব করা হয়। দিল্লিতে সাক্ষাতের পরিই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

শেয়ার করুন

মণিপুরে ১১ তম রাষ্ট্রপতির শাসন জারি

সময় ১১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

মণিপুরে দীর্ঘদিন ধরে চলা জাতিগত সংঘাতের প্রেক্ষাপটে, ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পদত্যাগ করেন। পদত্যাগের পর, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কেন্দ্রীয় সরকার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির ঘোষণা দেয়। এ নিয়ে ১৯৫১ সাল থেকে এ পর্যন্ত রাজ্যে ১১ বার রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

গত প্রায় দুবছর ধরে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এতে অন্তত দুই শতাধিক মানুষ মারা গেছেন। এছাড়া এ সময়ে শত শত বাড়িঘরে আগুন দেওয়া হয়েছেঅ। এতে সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত রোববার বীরেন সিং রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন। সোমবার বিধানসভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে এমন গুঞ্জনের মধ্যে তিনি পদত্যাগ করেন।

এদিন তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে তলব করা হয়। দিল্লিতে সাক্ষাতের পরিই তিনি পদত্যাগের ঘোষণা দেন।