মগবাজারে বিদ্যুৎতাড়িত হয়ে ডিপিডিসির এক কর্মী নিহত | Bangla Affairs
০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রকৌশলীকে দূষলেন স্বজনরা

মগবাজারে বিদ্যুৎতাড়িত হয়ে ডিপিডিসির এক কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 82

বিদ্যুৎতাড়িত হয়ে মৃত্যু (প্রতীকী ছবি)

রাজধানীর মগবাজারে বিদ্যুৎতাড়িত হয়ে ডিপিডিসির আউটসোর্সিং সিএসএস’র এক কর্মীর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।

জানা যায়, কামরুল নামের সিএসএস’র ওই কর্মী তামিম ইন্টারন্যাশনালের হয়ে কাজ করছিলেন। আজ বুধবার (৯ এপ্রিল) বিকেলে নির্বাহী প্রকৌশলী মাহে আলমের নির্দেশে তিনি মগবাজার এলাকায় কাজ করতে যান।

সংশ্লিষ্টরা জানান, সাধারণত অনুমোদিত কাজের ক্ষেত্রে বিদ্যুৎতের সঞ্চালন লাইন বন্ধ রেখে কাজ করা হয়। আর গ্রাহকের কাছ থেকে উপড়ি সুবিধা নিয়ে এধরণের কাজ লোডশেডিং চলাকালীন সময় করা হয়। এসব কাজ করার সময় কন্ট্রোল রুমকে অবগত করা হয় না, এমনকি এনওসিএস অফিস ও প্রধান কার্যালয়ের ডিরেক্টর অপারেশনের অফিসকেও অবগত করা হয় না। ফিডার ইনচার্জ ও এক্সইন যোগসাজশে এসব কাজ লোডশেডিং চলাকালীন সময় করে থাকে।

এর আগে রাজধানীর মানিকনগরে এমন দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মীর মৃত্যুতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

আজকের ঘটনা সম্পর্কে তামিম ইন্টারন্যাশনালের এককর্মী জানান, তারা মূলত লোকবল সরবরাহ করেন। এরপর তারা কোথায় কাজ করবেন; কি কাজ করবেন তা নির্ধারণ করেন নির্বাহী প্রকৌশলী।

নিহত ওই কর্মীর পরিবার ও সহকর্মীদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীর দায়িত্বহীনতায় এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে। তিনি যদি সবাইকে অবহিত করে কাজে পাঠাতেন তাহলে ওই এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ রাখা হতো।

অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মাহে আলমের সাথে কয়েক দফা যোগাযোগ করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসির ব্যবস্থাপণা পরিচালক নূর আহমদ ব্যাংলা অ্যাফেয়ার্সকে জানান, ঘটনায় কারো দায়িত্বহীনতা থাকলে সেটি তদন্তে বেড়িয়ে আসবে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

প্রকৌশলীকে দূষলেন স্বজনরা

মগবাজারে বিদ্যুৎতাড়িত হয়ে ডিপিডিসির এক কর্মী নিহত

সময় ১০:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

রাজধানীর মগবাজারে বিদ্যুৎতাড়িত হয়ে ডিপিডিসির আউটসোর্সিং সিএসএস’র এক কর্মীর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।

জানা যায়, কামরুল নামের সিএসএস’র ওই কর্মী তামিম ইন্টারন্যাশনালের হয়ে কাজ করছিলেন। আজ বুধবার (৯ এপ্রিল) বিকেলে নির্বাহী প্রকৌশলী মাহে আলমের নির্দেশে তিনি মগবাজার এলাকায় কাজ করতে যান।

সংশ্লিষ্টরা জানান, সাধারণত অনুমোদিত কাজের ক্ষেত্রে বিদ্যুৎতের সঞ্চালন লাইন বন্ধ রেখে কাজ করা হয়। আর গ্রাহকের কাছ থেকে উপড়ি সুবিধা নিয়ে এধরণের কাজ লোডশেডিং চলাকালীন সময় করা হয়। এসব কাজ করার সময় কন্ট্রোল রুমকে অবগত করা হয় না, এমনকি এনওসিএস অফিস ও প্রধান কার্যালয়ের ডিরেক্টর অপারেশনের অফিসকেও অবগত করা হয় না। ফিডার ইনচার্জ ও এক্সইন যোগসাজশে এসব কাজ লোডশেডিং চলাকালীন সময় করে থাকে।

এর আগে রাজধানীর মানিকনগরে এমন দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মীর মৃত্যুতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

আজকের ঘটনা সম্পর্কে তামিম ইন্টারন্যাশনালের এককর্মী জানান, তারা মূলত লোকবল সরবরাহ করেন। এরপর তারা কোথায় কাজ করবেন; কি কাজ করবেন তা নির্ধারণ করেন নির্বাহী প্রকৌশলী।

নিহত ওই কর্মীর পরিবার ও সহকর্মীদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীর দায়িত্বহীনতায় এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে। তিনি যদি সবাইকে অবহিত করে কাজে পাঠাতেন তাহলে ওই এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ রাখা হতো।

অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মাহে আলমের সাথে কয়েক দফা যোগাযোগ করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসির ব্যবস্থাপণা পরিচালক নূর আহমদ ব্যাংলা অ্যাফেয়ার্সকে জানান, ঘটনায় কারো দায়িত্বহীনতা থাকলে সেটি তদন্তে বেড়িয়ে আসবে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।