ভ্রাম্যমান আদালতের হানা, কসমেটিকের কাঁচামাল জব্দ
- সময় ১০:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
- / 14
কুষ্টিয়ায় নকল কসমেটিক কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা ও কসমেটিক তৈরির কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত ।
মঙ্গলবার(০৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের আড়ুয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম।
এসময় অথৈ কসমেটিক এর মালিক কুমারখালী উপজেলা ছেঁউড়িয়া এলাকার জিয়াউল ইসলামের ছেলে রুহিন হোসেন (২৯) কে ২৫ হাজার টাকা জরিমানা ও সকল কাঁচামাল জব্দ করা হয়।
জানা যায়, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া সেফাতুল্লা বিশ্বাস সড়কের আনোয়ার হোসেনের ৪তলা ভবনের একাধিক ফ্লোর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অথৈ কসমেটিক নামক নকল কসমেটিক এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন করে আসছিল। ইতিপূর্বে এই বাড়িতে একাধিকবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এরপরেও তাঁরা বাড়ির মালিকের যোগসাজশে এই নকল কসমেটিক এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন করে বাজারে বিক্রির করে আসছিল।
এবিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম জানান, অবৈধভাবে শহরের আড়ুয়াপাড়ায় লাইসেন্সবিহীন বিভিন্ন কসমেটিকস এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয় করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসা পরিচালনাকারীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং সকল মালামাল জব্দ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited