০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য: তারেক রহমান

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০৭:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 32

তারেক রহমান (ফাইল ফটো)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, “রাজনৈতিক স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়। এজন্য ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে “আমরা বিএনপি পরিবার” আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চব্বিশের গণঅভ্যুত্থানে আহত গণমাধ্যমকর্মী ও ফটোসাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব ছাড়া কোনো সংস্কার কার্যক্রম সফল হতে পারে না। যাঁরা জনগণের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁরাই জনগণের কথা তুলে ধরতে সক্ষম এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবেন।”

তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।”

ক্ষমতা দীর্ঘদিন কুক্ষিগত রেখে জনগণের অধিকার হরণ এবং বিদেশি স্বার্থ রক্ষার অভিযোগ তুলে তিনি বলেন, “দেশটা সবার, কোনো একক ব্যক্তির নয়। জুলাই বিপ্লবে সাধারণ মানুষের ঢল সেটাই প্রমাণ করেছে।”

জুলাই-আগস্টের কয়েক সপ্তাহের ভয়াবহ হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ কত গুম-খুন চালিয়েছে, তা এই ঘটনাগুলোই প্রমাণ করে।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পূর্ণ নির্লজ্জ। তারা আবার ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।

শেয়ার করুন

ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য: তারেক রহমান

সময় ০৭:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, “রাজনৈতিক স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়। এজন্য ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে “আমরা বিএনপি পরিবার” আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চব্বিশের গণঅভ্যুত্থানে আহত গণমাধ্যমকর্মী ও ফটোসাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব ছাড়া কোনো সংস্কার কার্যক্রম সফল হতে পারে না। যাঁরা জনগণের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁরাই জনগণের কথা তুলে ধরতে সক্ষম এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবেন।”

তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।”

ক্ষমতা দীর্ঘদিন কুক্ষিগত রেখে জনগণের অধিকার হরণ এবং বিদেশি স্বার্থ রক্ষার অভিযোগ তুলে তিনি বলেন, “দেশটা সবার, কোনো একক ব্যক্তির নয়। জুলাই বিপ্লবে সাধারণ মানুষের ঢল সেটাই প্রমাণ করেছে।”

জুলাই-আগস্টের কয়েক সপ্তাহের ভয়াবহ হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ কত গুম-খুন চালিয়েছে, তা এই ঘটনাগুলোই প্রমাণ করে।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পূর্ণ নির্লজ্জ। তারা আবার ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।