ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়তে হবে
- সময় ০১:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
- / 18
ভোটকেন্দ্র দখলসহ সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
আজ সোমবার ঢাকার সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভোটের অধিকার প্রতিষ্ঠায় আজ থেকে শুরু হল বলেও মন্তব্য করেন সিইসি।
সিইসি আরও বলেন, মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। ভোটের বাক্স যেন কেউ দখল করতে না পারে। ভোটের দিন যেন কেউ ভোটকেন্দ্র দখল না করতে পারে সেজন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয় ২০২২ সালে। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেয়ার সুযোগ থাকবে এ হালনাগাদে। নিবন্ধনের জন্য এবার ভোটারযোগ্য প্রায় ২০ লাখের নাগরিকের তথ্য সংগ্রহ হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন।
এর আগে কমিশনাররা রোহিঙ্গা, ভিনদেশিদের যাতে তথ্য সংগ্রহ করা না হয় সে বিষয়ে সতর্ক করে দেন মাঠ কর্মকর্তাদের। তারা বলেন, ভোটাধিকার না থাকায় ভোটার হওযার জন্য মানুষের মাঝে অনীহা তৈরি হয়েছিল।
আসন্ন জুনের মধ্যে ভোটা তালিকা হালনাগাদের কাজ শেষ করার কথা রয়েছে। দেশে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited