ভাসানী লিডারশীপ এ্যাওয়ার্ড পেলেন রায়পুরা পৌর বিএনপির সভাপতি
- সময় ০২:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
- / 14
শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড ২৪ পেলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সি
শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড ২৪ পেলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সি।
শনিবার (১১জানুয়ারি) বিকালে ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন পুরানা পল্টন, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও সিজি কমিউনিকেশন বিডি এর যৌথ উদ্যোগে মাওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড ( ক্রেস্ট) প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মীর হাসমত আলী বাংলাদেশ সুপ্রীম কোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাকারিয়া (সাবেক সচিব), সাবেক অতিরিক্ত সচিব (ম্যাজিস্ট্রেট) রোকন উস-দোল্লা।
ইদ্রিস আলী মুন্সি ৯০ দশকের ছাত্রদলের রাজনীতি থেকে রাজনীতি যাত্রা শুরু করেন, ১৯৯১ইং সালে রায়পুরা ডিগ্রী কলেজের ভিপি নির্বাচিত হয়। পর্যায়ক্রমে রায়পুরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা যুবদলের সভাপতি, রায়পুরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করে আসছেন, মি.মুন্সি পেশায় একজন আদর্শ শিক্ষক। তিনি রাজ কিশোর রাধা মোহন স্কুল এন্ড কলেজ (আর,কে,আর,এম) এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited