ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

- সময় ০১:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 14
ভারত–পাকিস্তানের জম্মু ও কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয় গেছে। স্থানীয়রা বলছেন, দুষ্কৃতিকারীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বন্দুক যুদ্ধ হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কিছু বলা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং দুষ্কৃতিকারীদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে তিন থেকে পাঁচজন দুষ্কৃতিকারীকে দেখা যাওয়ার পরে নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জঙ্গলে ভারী অস্ত্রে সজ্জিত ছিল দুষ্কৃতিকারীরা। ৪৮ বছর বয়সী স্থানীয় বাসিন্দা অনিতা দেবী বলেন, ‘জঙ্গলে কাঠ আনতে গেলে দুষ্কৃতিকারীরা তার স্বামীকে বন্দুকের মুখে আটক করে। তখন সে চিৎকার করে পালিয়ে আসে।’
অনিতা দেবী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘সন্ত্রাসীরা আমার স্বামীকে বন্দুকের মুখে আটকে রেখে আমাকে তাদের কাছে যেতে বলেছিল। কিন্তু আমার স্বামী পালানোর ইঙ্গিত দিলে আমি দৌড় দিই। তাদের মধ্যে একজন আমাকে থামানোর চেষ্টা করলে, চিৎকার করতে শুরু করি। তখন ঘাস কাটতে থাকা আরও দুই ব্যক্তির এগিয়ে আসলে ওই দুষ্কৃতিকারী চলে যায়।’
জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার জানান, তিনি অন্তত ২৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। ওই এলাকায় এখনো ভয়ের পরিবেশ বিরাজ করছে বলেও জানান তিনি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited