ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

- সময় ০৫:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
- / 75
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৪০ জনের বেশি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় মন্দিরে প্রবেশের টোকেনকে কেন্দ্র করে হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মন্দিরের গেটের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন অপেক্ষমান লোকজন। সেখানে একজন অসুস্থ হয়ে পড়লে পুলিশ গেট খোলে। পুলিশ গেট খোলার সঙ্গে সঙ্গে টোকেন নেওয়ার জন্য হুড়োহুড়ি করে দৌড় দেন অনেকে। এই ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির ফলে পদদলিতের ঘটনা ঘটে।
তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর ভক্ত সংখ্যা বিবেচনায় ভারতের শীর্ষ মন্দির। আগামী ১০-১৯ জানুয়ারি পর্যন্ত ভক্তদের দর্শনের সুযোগ দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি কাউন্টার স্থাপন করেছিল। বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও লোকজন এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করতে বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে।

এদিকে তিরুপতি মন্দিরে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের কাছের মানুষ এবং প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।’
বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এ মর্মান্তিক ঘটনায় সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য দলের সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited