প্রস্তুতি ম্যাচ
ভারতের আগেই পাকিস্তানের মুখোমুখি লাল-সবুজ বাহিনী

- সময় ০১:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / 55
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে বাংলাদেশ। তবে তার আগে দুবাইতে নিজেদের প্রস্তুতির জন্য একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজ বাহিনী।
এই গা-গরমের ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে দুবাই অ্যাকাডেমি মাঠে। এর মাধ্যমে দুবাইয়ের কন্ডিশন আরও ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, উইকেট সম্পর্কিত তথ্য সংগ্রহ করা এবং কোন লেন্থে বল করলে ব্যাটারদের জন্য কষ্টকর হবে, সে বিষয়েও খেয়াল রাখা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-এ পাকিস্তান থাকায় বাংলাদেশের সঙ্গে এই দলের প্রতিদ্বন্দ্বিতা হবে ২৭ ফেব্রুয়ারি। তবে আজকের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো খেলোয়াড় নেই, যার মানে হলো, বাংলাদেশ দলের জন্য পাকিস্তান অভিজ্ঞতা নেওয়া হচ্ছে না।
তবে পাকিস্তান ‘এ’ দলের স্কোয়াডে জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, যাদের মধ্যে অন্যতম মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তিনি পাকিস্তানের হয়ে ২০টি ওয়ানডে, ২৯টি টি-২০ ও ২টি টেস্ট খেলেছেন। এছাড়া মোহাম্মদ হারিস, আমের জামাল ও উসামা মীররাও রয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited