০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারাতে টাইগার একাদশে যাদের রাখা উচিত

ক্রীড়া প্রতিবেদক
  • সময় ১১:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • / 30

টাইগার

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। আজ ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। প্রতিযোগিতামূলক আসরে ভারতকে হারানোর রেকর্ড টাইগারদের আছে। ২০০৭ সালের বিশ্বকাপে মাশরাফি, রাজ্জাক, রফিকের দুর্দান্ত বোলিং আর তামিম, মুশফিক ও সাকিবের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই সাফল্যের মূলে ছিল নিখুঁত একাদশ নির্বাচন।

এবারও ভারতকে হারাতে দলটির বিপক্ষে সঠিক কম্বিনেশন সাজানো গুরুত্বপূর্ণ। একাদশের যাদের রাখা উচিত, সে কথাও তিনি বলেছেন।  কতজন ব্যাটার, স্পিনার বা পেসার খেলবেন—তা নিয়ে কৌতূহলী ভক্তরা। অনেকেই চাইছেন তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামতে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও এই মত দিয়েছেন।

ভারতকে হারাতে একাদশে যাদের চান আশরাফুল
ভারতকে হারাতে একাদশে যাদের চান আশরাফুল

আশরাফুল মনে করেন, স্পিন দিয়ে ভারতকে আটকে রাখা কঠিন, তাই তিন পেসার খেলানো উচিত। ব্যাটিং লাইনআপে সাতজন রাখা দরকার। তার মতে, সাতে তাওহিদ হৃদয়ের চেয়ে জাকের আলী অনিক ভালো পছন্দ, কারণ তিনি এই পজিশনে অভ্যস্ত এবং সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো। এছাড়া, তিনি চান মেহেদী হাসান মিরাজকে চার নম্বরে খেলাতে, কারণ স্ট্রাইকরেট কম হলেও তিনি নির্ভরযোগ্যভাবে রান করতে পারছেন।

আশরাফুলের পছন্দ অনুযায়ী সম্ভাব্য একাদশ:

ওপেনিং: তানজিদ তামিম, সৌম্য সরকার
তিন নম্বর: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
চার নম্বর: মেহেদী হাসান মিরাজ
পাঁচ নম্বর: মুশফিকুর রহিম
ছয় নম্বর: মাহমুদউল্লাহ রিয়াদ
সাত নম্বর: জাকের আলী অনিক
পেস বোলিং বিভাগ নিয়ে কিছুটা দ্বিধায় আছেন আশরাফুল। তার মতে, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম সাকিব—এই চারজনই একাদশে খেলার যোগ্য। ম্যানেজমেন্ট কাকে বেছে নেয়, সেটাই দেখার বিষয়। স্পিন বিভাগে মিরাজের পাশাপাশি বাঁ-হাতি নাসুমের বদলে লেগ স্পিনার রিশাদ হোসেনকে চান তিনি।

সর্বোপরি, ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন একাদশ সাজায়, তা নিয়ে উন্মুখ হয়ে আছেন ভক্তরা। টাইগাররা কি পারবে আরেকটি ঐতিহাসিক জয় উপহার দিতে? অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের।

শেয়ার করুন

ভারতকে হারাতে টাইগার একাদশে যাদের রাখা উচিত

সময় ১১:১৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। আজ ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। প্রতিযোগিতামূলক আসরে ভারতকে হারানোর রেকর্ড টাইগারদের আছে। ২০০৭ সালের বিশ্বকাপে মাশরাফি, রাজ্জাক, রফিকের দুর্দান্ত বোলিং আর তামিম, মুশফিক ও সাকিবের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই সাফল্যের মূলে ছিল নিখুঁত একাদশ নির্বাচন।

এবারও ভারতকে হারাতে দলটির বিপক্ষে সঠিক কম্বিনেশন সাজানো গুরুত্বপূর্ণ। একাদশের যাদের রাখা উচিত, সে কথাও তিনি বলেছেন।  কতজন ব্যাটার, স্পিনার বা পেসার খেলবেন—তা নিয়ে কৌতূহলী ভক্তরা। অনেকেই চাইছেন তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামতে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও এই মত দিয়েছেন।

ভারতকে হারাতে একাদশে যাদের চান আশরাফুল
ভারতকে হারাতে একাদশে যাদের চান আশরাফুল

আশরাফুল মনে করেন, স্পিন দিয়ে ভারতকে আটকে রাখা কঠিন, তাই তিন পেসার খেলানো উচিত। ব্যাটিং লাইনআপে সাতজন রাখা দরকার। তার মতে, সাতে তাওহিদ হৃদয়ের চেয়ে জাকের আলী অনিক ভালো পছন্দ, কারণ তিনি এই পজিশনে অভ্যস্ত এবং সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো। এছাড়া, তিনি চান মেহেদী হাসান মিরাজকে চার নম্বরে খেলাতে, কারণ স্ট্রাইকরেট কম হলেও তিনি নির্ভরযোগ্যভাবে রান করতে পারছেন।

আশরাফুলের পছন্দ অনুযায়ী সম্ভাব্য একাদশ:

ওপেনিং: তানজিদ তামিম, সৌম্য সরকার
তিন নম্বর: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
চার নম্বর: মেহেদী হাসান মিরাজ
পাঁচ নম্বর: মুশফিকুর রহিম
ছয় নম্বর: মাহমুদউল্লাহ রিয়াদ
সাত নম্বর: জাকের আলী অনিক
পেস বোলিং বিভাগ নিয়ে কিছুটা দ্বিধায় আছেন আশরাফুল। তার মতে, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম সাকিব—এই চারজনই একাদশে খেলার যোগ্য। ম্যানেজমেন্ট কাকে বেছে নেয়, সেটাই দেখার বিষয়। স্পিন বিভাগে মিরাজের পাশাপাশি বাঁ-হাতি নাসুমের বদলে লেগ স্পিনার রিশাদ হোসেনকে চান তিনি।

সর্বোপরি, ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন একাদশ সাজায়, তা নিয়ে উন্মুখ হয়ে আছেন ভক্তরা। টাইগাররা কি পারবে আরেকটি ঐতিহাসিক জয় উপহার দিতে? অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের।