হাজারীবাগে আগুনের মধ্যে আটকা পড়েছেন কয়েকজন
- সময় ০৫:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
- / 28
আগুনে পুড়ছে হাজারীবাগের ট্যানারি গোডাউন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। তারা ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চালিয়েছে যাচ্ছেন প্রতিটি মুহূর্ত।
এর মধ্যেও আগুন লাগা ভবনের কাচ ভেঙে পড়ছে। পাশাপাশি কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে জানা গেছে। যাদের উদ্ধারে এক যোগে কাজ করছেন দমকল কর্মী, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
এর আগে, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে হাজারীবাগের ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান, দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লাগে। সাত তলা ভবনের ৫ তলায় এ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited