০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট: গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১২:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 43

বনশ্রীতে স্বর্ণ লুট

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে লুট হওয়া ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ (৮ মার্চ) সকালে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১২টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সেখানে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন।

ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি পেশাদার ডাকাত দলের সদস্য। তারা হামলার আগে কয়েকদিন ধরে ঘটনাস্থলের নজরদারি করেছিল। এই দলটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে একদল সশস্ত্র ছিনতাইকারী স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নেয়। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা একাধিক রাউন্ড গুলি ছোড়ে, যার মধ্যে অন্তত একটি গুলি ব্যবসায়ীর শরীরে বিদ্ধ হয়। এছাড়া, ছুরিকাঘাতে তার পিঠ ও পা জখম হয়।

শেয়ার করুন

ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট: গ্রেপ্তার ৬

সময় ১২:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে লুট হওয়া ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ (৮ মার্চ) সকালে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১২টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সেখানে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন।

ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি পেশাদার ডাকাত দলের সদস্য। তারা হামলার আগে কয়েকদিন ধরে ঘটনাস্থলের নজরদারি করেছিল। এই দলটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে একদল সশস্ত্র ছিনতাইকারী স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নেয়। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা একাধিক রাউন্ড গুলি ছোড়ে, যার মধ্যে অন্তত একটি গুলি ব্যবসায়ীর শরীরে বিদ্ধ হয়। এছাড়া, ছুরিকাঘাতে তার পিঠ ও পা জখম হয়।