বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক গ্রেপ্তার

- সময় ০৬:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 17
চট্টগ্রামের পটিয়া উপজেলায় দায়িত্বরত সাংবাদিক আবেদুজ্জামান আমিরীকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৯ মার্চ) রাতে পটিয়া থেকে গ্রেফতার করে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আবেদুজ্জামান আমিরী দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বদেশের পটিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
র্যাব-৭-এর স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ‘বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলার অভিযোগে হালিশহর থানায় দায়ের করা মামলার আসামি আবেদুজ্জামান আমিরী। তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘পটিয়া থেকে গ্রেপ্তার হওয়ার পর বুধবার রাতে র্যাব তাকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে পটিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি কাউছার আলম বলেন, ‘গত ৪ আগস্ট সারাদিন পটিয়ায় দায়িত্ব পালন করেছেন সাংবাদিক আবেদুজ্জামান আমিরী। সেদিন ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়, যা তিনি সংবাদ হিসেবে দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বদেশে প্রকাশ করেন। অথচ তিনি পটিয়ায় অবস্থান করলেও তাকে হালিশহরে সংঘটিত হামলার মামলায় জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ পরিকল্পিত। আমরা পটিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
হালিশহর থানায় দায়ের করা মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মামলার বাদী সাজ্জাদ আহমেদ সাদ্দাম ও তার ফুফাতো ভাই বাড়ি থেকে বের হলে সিআরবি তিন রাস্তার মোড়ে তাদের ওপর গুলি চালানো হয়। এতে তার ফুফাতো ভাই গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় গত ২০ আগস্ট হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুর সবুর লিটনকে প্রধান আসামি করা হয় এবং ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ২৯ নম্বর আসামি হিসেবে আবেদুজ্জামান আমিরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।