বেলুচিস্তানে প্রবীণ রাজনীতিবিদ জাহির বালোচ গ্রেপ্তার

- সময় ১০:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / 4
ঈদুল ফিতরের দিনে একটি বিক্ষোভে অংশ নেওয়ায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রবীণ রাজনৈতিক কর্মী জাহির বালোচকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার।
অঞ্চলটিতে জোরপূর্বক গুম বন্ধ ও মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এ গ্রেপ্তার নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। খবর বেলুচিস্তান পোস্টের।
গত ১ এপ্রিল রাতে স্থানীয় সময় রাত ১১টার দিকে কোয়েটার বাসা থেকে জাহির বালোচকে আটক করা হয়। এরপর তাকে হুদা জেলে স্থানান্তর করা হয়।
গ্রেপ্তারের পর তার পরিবার তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।
ন্যাশনাল পার্টি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে জাহির বালোচের মুক্তি দাবি করেছে। একই সঙ্গে, বেলুচিস্তানজুড়ে বিভিন্ন স্থানে বেলুচ কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে গুম এবং বেআইনি গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছেন।
প্রসঙ্গত, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত মাসে ট্রেন ছিনতাইয়ের ঘটনার পর থেকে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।
ছিনতাইয়ের ঘটনার পর বেলুচিস্তানজুড়ে শুরু হয়েছে ব্যাপক দমন-পীড়ন। ছিনতাই অধ্যায় দমনকালে নিহত বেলুচদের জানাজা পড়ায়ও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাতে ব্যাপক বিক্ষোভ শুরু হলে পুলিশ সেখানেও গুলি করে। তাতেও অনেক মানুষ মরেছেন।
দ্বিতীয় দফা রক্তপাতের প্রতিবাদে এখন শুরু হয়েছে কোয়েটামুখী লংমার্চ। এরই মধ্যে বেলুচ নাগরিক আন্দোলনের বিখ্যাত নেত্রী মাহরাঙ বেলুচকে আটক করা হয়েছে।
এদিকে মাহরাঙ বেলুচসহ আটক মানবাধিকার কর্মীদের মুক্তি দাবিতে ৬ এপ্রিল কোয়েটায় একটি পদযাত্রার আয়োজন করেছে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গাল (বিএনপি-এম) বেলুচ ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি)।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited