ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিসিএস পরীক্ষার্থীদের বাস সার্ভিস দিচ্ছে ববি প্রশাসন

নিজস্ব প্রতিবদেক, ববি
  • সর্বশেষ আপডেট ০৬:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 34

বাস সার্ভিস। ছবি: প্রতিনিধি

বিসিএস (বিশেষ) পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহণ সেবার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। মঙ্গলবার (৭ অক্টোবর) ববি পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী জাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে।

শর্ত সমূহ হলো-

১. আগ্রহী প্রার্থীগন কে ৭ই অক্টোবর দুপুর ২ টা থেকে ৮ ই অক্টোবর দুপুর ৩ টার মধ্যে অফেরতযোগ্য ১০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে পরিবহন পুল থেকে টোকেন সংগ্রহ করতে হবে।
২. রেজিষ্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরিক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র এবং যোগাযোগের জন্য সার্বক্ষনিক সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে।
৩. প্রত্যেক বাসের সামনের ২টি সারির ১০ টি করে আসন মেয়েদের জন্য বরাদ্দ থাকবে তবে কাঙ্ক্ষিত সংখ্যক মেয়ে শিক্ষার্থী না পাওয়া গেলে উল্লেখিত আসন সুবিধা অনুযায়ী বন্টন করা হবে।
৪. রেজিষ্ট্রেশন টোকেনে একটি ক্রমিক নাম্বার প্রদান করা হবে এবং উক্ত ক্রমিক নাম্বার অনুযায়ী আসন বন্টন করা হবে।
৫. প্রত্যেক শিক্ষার্থীকে পরিবহন পুল থেকে প্রদানকৃত টোকেন সংরক্ষণ এবং সাথে রাখতে হবে, প্রদানকৃত টোকেন কোনোভাবেই ফেরত বা বিনিময়যোগ্য নয়।
৬. বাস ছাড়ার ২০ মিনিট পূর্বে সংশ্লিষ্ট স্থানে রিপোর্ট করতে হবে।
৭. বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো পরিস্থিতি তে শর্তাবলি সংযোজন,বিয়োজন ও পরিমার্জন করতে পারবে।

উল্লেখ্য, বাস ২টি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শুক্রবার দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিএস পরীক্ষার্থীদের বাস সার্ভিস দিচ্ছে ববি প্রশাসন

সর্বশেষ আপডেট ০৬:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বিসিএস (বিশেষ) পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহণ সেবার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। মঙ্গলবার (৭ অক্টোবর) ববি পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী জাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে।

শর্ত সমূহ হলো-

১. আগ্রহী প্রার্থীগন কে ৭ই অক্টোবর দুপুর ২ টা থেকে ৮ ই অক্টোবর দুপুর ৩ টার মধ্যে অফেরতযোগ্য ১০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে পরিবহন পুল থেকে টোকেন সংগ্রহ করতে হবে।
২. রেজিষ্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরিক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র এবং যোগাযোগের জন্য সার্বক্ষনিক সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে।
৩. প্রত্যেক বাসের সামনের ২টি সারির ১০ টি করে আসন মেয়েদের জন্য বরাদ্দ থাকবে তবে কাঙ্ক্ষিত সংখ্যক মেয়ে শিক্ষার্থী না পাওয়া গেলে উল্লেখিত আসন সুবিধা অনুযায়ী বন্টন করা হবে।
৪. রেজিষ্ট্রেশন টোকেনে একটি ক্রমিক নাম্বার প্রদান করা হবে এবং উক্ত ক্রমিক নাম্বার অনুযায়ী আসন বন্টন করা হবে।
৫. প্রত্যেক শিক্ষার্থীকে পরিবহন পুল থেকে প্রদানকৃত টোকেন সংরক্ষণ এবং সাথে রাখতে হবে, প্রদানকৃত টোকেন কোনোভাবেই ফেরত বা বিনিময়যোগ্য নয়।
৬. বাস ছাড়ার ২০ মিনিট পূর্বে সংশ্লিষ্ট স্থানে রিপোর্ট করতে হবে।
৭. বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো পরিস্থিতি তে শর্তাবলি সংযোজন,বিয়োজন ও পরিমার্জন করতে পারবে।

উল্লেখ্য, বাস ২টি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শুক্রবার দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে।