বিশ্ব পানি দিবসে সাতক্ষীরায় র্যালি ও খাল পরিষ্কার কর্মসূচি

- সময় ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 9
বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পানি পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে র্যালি ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে রূপান্তর।
শনিবার (২২ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের পাকাপোল মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় এবং গার্লস স্কুল ব্রিজে এসে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ইউএনও শোয়াইব আহমেদ। তিনি বলেন নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করতে হবে। সঠিক স্থানে ময়লা ফেলতে হবে অন্যথায় তা দূষণের সৃষ্টি করে আমাদের জলাশয় ও নদীগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পৌরসভা কমিটির পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। একসাথে কাজ করলে আমাদের নদী-খালগুলো আবারও প্রাণ ফিরে পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি যা আমাদের পরিবেশের ওপর প্রভাব ফেলছে। এ কারণে নদী-নালা ও জলাশয়গুলোর নাব্যতা কমে যাচ্ছে। তবে সবাই সচেতন হলে মৃতপ্রায় জলাশয়গুলোতে আবারও প্রাণ ফিরবে মাছচাষ বৃদ্ধি পাবে এবং জলবদ্ধতা কমে আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, বিডি ক্লিন সাতক্ষীরার জেলা সমন্বয়ক অর্পণ বসু, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ইমরান হোসেন, সুলতানপুর মুদি বাজার কমিটির সভাপতি গৌড় দত্ত, রূপান্তরের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশ সচেতন নাগরিকবৃন্দ।
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আশা করছে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাতক্ষীরার নদী-নালা ও জলাশয়গুলো আবারও তাদের স্বাভাবিক গতি ফিরে পাবে এবং পরিবেশ দূষণ কমবে।