০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমায় হামলার গুজব: পুলিশের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সময় ০২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 44

বিশ্ব ইজতেমায় হামলার গুজব: পুলিশের জিজ্ঞাসাবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, বিশ্ব ইজতেমা ময়দানে হামলার গুজব ছড়ানোর অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে জিএমপি কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইজতেমায় হামলার গুজব ছড়ানোর বিষয়টি নজরে আসার পরই তদন্ত শুরু করা হয়। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ব্যক্তির পরিচয় প্রকাশ সম্পর্কে তিনি বলেন, “এ মুহূর্তে পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত চলমান রয়েছে। যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরিচয় প্রকাশ করা হবে।”

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে একটি সংগঠনের পরিচয় পাওয়া গেছে, তবে তিনি কোনো গুরুত্বপূর্ণ সদস্য নন বলেই ধারণা করা হচ্ছে।

ইজতেমার নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার জানান, বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী মাঠে কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাঠের চারপাশে চেকপোস্ট বসানো হয়েছে, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গেও সমন্বয় করা হয়েছে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর মাওলানা সাদ অনুসারীরা মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

শেয়ার করুন

বিশ্ব ইজতেমায় হামলার গুজব: পুলিশের জিজ্ঞাসাবাদ

সময় ০২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, বিশ্ব ইজতেমা ময়দানে হামলার গুজব ছড়ানোর অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে জিএমপি কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইজতেমায় হামলার গুজব ছড়ানোর বিষয়টি নজরে আসার পরই তদন্ত শুরু করা হয়। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ব্যক্তির পরিচয় প্রকাশ সম্পর্কে তিনি বলেন, “এ মুহূর্তে পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত চলমান রয়েছে। যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরিচয় প্রকাশ করা হবে।”

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে একটি সংগঠনের পরিচয় পাওয়া গেছে, তবে তিনি কোনো গুরুত্বপূর্ণ সদস্য নন বলেই ধারণা করা হচ্ছে।

ইজতেমার নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার জানান, বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী মাঠে কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাঠের চারপাশে চেকপোস্ট বসানো হয়েছে, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গেও সমন্বয় করা হয়েছে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর মাওলানা সাদ অনুসারীরা মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।