বিমান হামলায় সেনা পরিবারের ২৮ সদস্য নিহত
- সময় ১১:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
- / 29
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাখাইনের আরাকান আর্মি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, গত শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি সামরিক যুদ্ধবিমান থেকে ম্রাউক ইউ টাউনশিপের অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়েছে। এতে সেনা পরিবারের সদস্যরা হতাহত হয়েছে।
এএফপি বলছে, রাখাইনের অস্থায়ী ওই ক্যাম্পে জান্তা সেনা পরিবারের সদস্যদের বন্দী করে রেখেছিল আরাকান আর্মি।
আরাকান আর্মিও জানিয়েছে, ‘যারা নিহত ও আহত হয়েছে, তারা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যদের পরিবার। সংঘর্ষ চলাকালে আমরা তাদের আটক করেছিলাম। আমরা তাদের মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই এই বিমান হামলা চালানো হলো।’
নিহতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে, যাদের মধ্যে একটি ছেলের বয়স দুই বছর। নিহতদের বাকি সবাই নারী বলে জানিয়েছে আরাকান আর্মি।
টেলিগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মরদেহগুলো সাদা কাপড়ে ঢেকে ঘাসের ওপর সারিবদ্ধভাবে রাখা হয়েছে। শোকার্ত স্বজনেরা মরদেহগুলোর পাশে দাঁড়িয়ে আছে।
এএফপি জানিয়েছে, তারা এ হামলার ব্যাপারে তথ্য জানতে জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি।
মিয়ানমারের সামরিক জান্তা দেশটির বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। অভিযোগ রয়েছে, জান্তা বাহিনী বেসমারিক এলাকাতেও নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে।
ম্রাউক-উ টাউনশিপে এই হামলা পরিকল্পিত ছিল, নাকি জান্তা জানত না যে ওই এলাকা আটককেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited