বিধস্ত বিমানের ব্ল্যাকবক্সে মিলেছে যে তথ্য | Bangla Affairs
০১:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিধস্ত বিমানের ব্ল্যাকবক্সে মিলেছে যে তথ্য

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ০১:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 56

দক্ষিণ কোরিয়ায় বিধস্ত বিমান

দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ আরোহীর মধ্যে জীবিত উদ্ধার হয়েছেন মাত্র ২ জন যাত্রী। বাকি ১৭৯ জনই পরপারে পাড়ি জমিয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায়। এ অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা ব্ল্যাকবক্সে মিলেছে বেশ কিছু তথ্য।

বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির পাইলট।

তবে এখনও জানা যায়নি, বিমানটিতে কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা। তা জানতে বিশেষ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধার কার্যক্রম।

সবশেষ তথ্যানুযায়ী, এখনও তিন মরদেহের সন্ধান মেলেনি। দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ সর্বস্তরের নাগরিকরা।

এর আগে, রোববার ১৮১ যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় জেজু এয়ারের ফ্লাইটটি। দুইজন ছাড়া মৃত্যু হয় বিমানটির সব যাত্রীর।

শেয়ার করুন

বিধস্ত বিমানের ব্ল্যাকবক্সে মিলেছে যে তথ্য

সময় ০১:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ আরোহীর মধ্যে জীবিত উদ্ধার হয়েছেন মাত্র ২ জন যাত্রী। বাকি ১৭৯ জনই পরপারে পাড়ি জমিয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায়। এ অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা ব্ল্যাকবক্সে মিলেছে বেশ কিছু তথ্য।

বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির পাইলট।

তবে এখনও জানা যায়নি, বিমানটিতে কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা। তা জানতে বিশেষ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধার কার্যক্রম।

সবশেষ তথ্যানুযায়ী, এখনও তিন মরদেহের সন্ধান মেলেনি। দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ সর্বস্তরের নাগরিকরা।

এর আগে, রোববার ১৮১ যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় জেজু এয়ারের ফ্লাইটটি। দুইজন ছাড়া মৃত্যু হয় বিমানটির সব যাত্রীর।