ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি পিস্তলসহ ভুয়া দুই ডিবি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৮:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
  • / 19

বিদেশি পিস্তলসহ ভুয়া দুই ডিবি পুলিশ আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি পিস্তল ও চাকুসহ দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার ( ১৭ জানুয়ারি ) দুপুরের দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দৌলতপুর উপজেলার বাহির মাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার (৩৫) এবং একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয় আলী (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুইজন ব্যক্তি হাওয়াখালী মাঠ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ী তল্লাশী ও অস্ত্র দেখিয়ে ছিনতাই করছিলেন।এমন খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়৷ এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ধারালো চাকু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় দুইজনকে বিদেশি পিস্তল ও ধারালো চাকুসহ আটক করা হয়েছে৷ আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে৷

শেয়ার করুন

বিদেশি পিস্তলসহ ভুয়া দুই ডিবি পুলিশ আটক

সময় ০৮:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি পিস্তল ও চাকুসহ দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার ( ১৭ জানুয়ারি ) দুপুরের দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দৌলতপুর উপজেলার বাহির মাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার (৩৫) এবং একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয় আলী (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুইজন ব্যক্তি হাওয়াখালী মাঠ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ী তল্লাশী ও অস্ত্র দেখিয়ে ছিনতাই করছিলেন।এমন খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়৷ এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ধারালো চাকু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় দুইজনকে বিদেশি পিস্তল ও ধারালো চাকুসহ আটক করা হয়েছে৷ আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে৷