বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- সময় ০৬:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 37
পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও নিরাপরাধ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি ও চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১২টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দি সদস্যদের পরিবার।
সাতক্ষীরা জেলা বিডিআর কল্যান পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন চাকুরিচ্যুত নায়েক সুবেদার নুরুল ইসলাম, সিপাহী মফিজুল ইসলাম, বিডিআর কল্যান পরিষদের উপদেষ্টা সুবেদার ফখরুদ্দীন।
তারা দাবি করেন, পরিকল্পিতভাবে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন দেশপ্রেমিককে হত্যা, প্রহসনের বিচারের নামে সহস্রাধিক সদস্যকে কারাবন্দি রাখা হয়েছে। ১৮ হাজারের বেশী সদস্যকে চাকুরিচ্যুত করা হয়েছে। দণ্ডের মেয়াদ শেষ হলেও এখনো বহু সদস্যকে বিস্ফোরক মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা মানবিক সরকারের কাছে নিরাপরাধ কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানাচ্ছি।