বিচারপতি মানিকের ফের রিমান্ড মঞ্জুর

- সময় ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 31
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার গুলশান থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই প্রগতি সরণি এলাকায় আন্দোলন চলাকালে শিক্ষার্থী মো. আবু যর শেখ গুলিবিদ্ধ হন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় তার মা মোসা. ছবি ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে, গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টা করার সময় বিচারপতি মানিককে গ্রেফতার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited