বিএনপি কর্মী পরিচয়ে চাপাতি উঁচিয়ে চাঁদাবাজি

- সময় ১০:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / 12
কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল গেটের সামনে বিএনপি কর্মী পরিচয়ে চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসার সামনে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে এক পথচারীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন বিএনপি কর্মী পরিচয় দিয়ে বেড়ানো এক সন্ত্রাসী। তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওই পথচারী তার কাছে এতো টাকা নেই বলে জানান এবং কৌশলে উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলকে মুঠোফোনে জানান।
খালেদ সাইফুল্লাহ এসে বিএনপির পরিচয়ে চাঁদাদাবি করা সেই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করছেন তাদের ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান জেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited