ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতের একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৭:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
  • / 29

নিহত জামায়াতের কর্মী

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত খোকন আলী নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খোকন আলী বুরাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, গতকাল সংঘর্ষে আহত অবস্থায় খোকন মোল্লাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিকাল ৩টার দিকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মিরপুর থানা
কুষ্টিয়া মিরপুর থানা

এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন,দুই পক্ষে সংঘর্ষে আহত খোকন নামে একজনের মৃত্যুর খবর শুনেছি। এটি খুবই দুঃখজনক।

এর আগে, রবিবার(১২ জানুয়ারি) বিকেলে মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের নেতাকর্মীদের মধ্যে বিদ্যালয় মাঠে সংঘর্ষে ঘটনদয় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নিহত জামায়াতের কর্মী থেকে নাম প্রত্যাহারের জন্য মুকুলের উপরে চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির।

এরই প্রতিবাদে রবিবার বিকেল তিনটার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোটা এবং দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।

শেয়ার করুন

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতের একজনের মৃত্যু

সময় ০৭:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত খোকন আলী নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খোকন আলী বুরাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, গতকাল সংঘর্ষে আহত অবস্থায় খোকন মোল্লাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিকাল ৩টার দিকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মিরপুর থানা
কুষ্টিয়া মিরপুর থানা

এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন,দুই পক্ষে সংঘর্ষে আহত খোকন নামে একজনের মৃত্যুর খবর শুনেছি। এটি খুবই দুঃখজনক।

এর আগে, রবিবার(১২ জানুয়ারি) বিকেলে মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের নেতাকর্মীদের মধ্যে বিদ্যালয় মাঠে সংঘর্ষে ঘটনদয় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নিহত জামায়াতের কর্মী থেকে নাম প্রত্যাহারের জন্য মুকুলের উপরে চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির।

এরই প্রতিবাদে রবিবার বিকেল তিনটার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোটা এবং দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।