ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠকে আলোচ্য বিষয় কি?

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 23

তুরষ্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে জানিয়েছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।

রোববার বিকাল ৪ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে এক ঘণ্টার বৈঠক করেন তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, বৈঠকে দু’দেশের পারস্পরিক সম্পর্ক এবং এই সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়। অতীতের মতো আগামীতেও তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রামিস সেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ

তুরষ্কের ফার্স্ট লেডি
তুরষ্কের ফার্স্ট লেডি

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তুরস্কের ফার্স্ট লেডি সবপ্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। সুতরাং তুরস্কের রোহিঙ্গা সমস্যা সমাধানে একটা প্রতিশ্রুতি আছে। তাদের হাসপাতাল ওখানে কাজ করছে, তাদের অনুদান এখনো চলছে। আগামীদিনে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ–তুরস্কসহ ওআইসি একসঙ্গে কাজ করতে পারবো।’

নির্বাচন কবে হবে এ নিয়ে তারা জানতে চাইলে আমাদের পক্ষ থেকে তুরস্ক রাষ্ট্রদূতকে বলা হয়েছে, ‘একটি গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক নিয়মে ফিরত যেতে পারলে নির্বাচন। এছাড়া তারা দীর্ঘ মেয়াদে তুরস্কের সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করার চিন্তা আছে বলে জানিয়েছেন তিনি।’

এছাড়া ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা ইত্যাদি বিষয়ে এগিয়ে নিতে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তাদের বাণিজ্যমন্ত্রী আসবেন হয়তো সামনের মাসেই। তারা খুবই উৎসাহী, খুবই আগ্রহী।

শেয়ার করুন

বিএনপির সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠকে আলোচ্য বিষয় কি?

সময় ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে জানিয়েছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।

রোববার বিকাল ৪ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে এক ঘণ্টার বৈঠক করেন তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, বৈঠকে দু’দেশের পারস্পরিক সম্পর্ক এবং এই সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়। অতীতের মতো আগামীতেও তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে বলে জানান রামিস সেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ

তুরষ্কের ফার্স্ট লেডি
তুরষ্কের ফার্স্ট লেডি

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তুরস্কের ফার্স্ট লেডি সবপ্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। সুতরাং তুরস্কের রোহিঙ্গা সমস্যা সমাধানে একটা প্রতিশ্রুতি আছে। তাদের হাসপাতাল ওখানে কাজ করছে, তাদের অনুদান এখনো চলছে। আগামীদিনে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ–তুরস্কসহ ওআইসি একসঙ্গে কাজ করতে পারবো।’

নির্বাচন কবে হবে এ নিয়ে তারা জানতে চাইলে আমাদের পক্ষ থেকে তুরস্ক রাষ্ট্রদূতকে বলা হয়েছে, ‘একটি গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক নিয়মে ফিরত যেতে পারলে নির্বাচন। এছাড়া তারা দীর্ঘ মেয়াদে তুরস্কের সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করার চিন্তা আছে বলে জানিয়েছেন তিনি।’

এছাড়া ট্যুরিজম, চিকিৎসা, ব্যবসা ইত্যাদি বিষয়ে এগিয়ে নিতে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তাদের বাণিজ্যমন্ত্রী আসবেন হয়তো সামনের মাসেই। তারা খুবই উৎসাহী, খুবই আগ্রহী।