বিএনপির বিরুদ্ধে ছাত্রদল সভাপতির পায়ের রগ কাটার অভিযোগ

- সময় ১২:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 25
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে মো. আসাদুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে ভিআইপি মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। অভিযোগের তীর নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজীর বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসাদুল্লাহর সঙ্গে বিএনপি নেতা শাহিন ফরাজীর বিরোধ চলছিল। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বিরোধ আরও তীব্র হয়।
শনিবার রাত ১০টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজীর নেতৃত্বে একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে কোপাতে থাকে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়।
বাজারের অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করলেও আতঙ্কে কেউ এগিয়ে আসতে পারেনি। পরে খবর পেয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।
হামলার পর থেকে অভিযুক্ত সালাম মৃধা ও শাহিন ফরাজী আত্মগোপনে রয়েছেন। বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”
আহত আসাদুল্লাহর স্বজনদের দাবি, সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে তার হাত ও পায়ের রগ কেটে গেছে, যার ফলে তিনি গুরুতর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited