‘বিএনপির কেউ অন্যায় করলে মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করুন’
- সময় ১০:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
- / 23
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরান বলেছেন, আগামী দিনগুলোতে বিএনপিতে যারা দুর্বৃত্তায়ন করবে, অন্যায় করবে, দলের কোথাও তাদের কোন স্থান দেয়া হবে না। দলীয় কোন প্রকার অন্যায় গ্ৰহণ করা হবে না।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনীতি কর্ম পরিকল্পনা নিয়ে পূর্বধলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা লেখনীর মাধ্যমে এসব তথ্য ও ঘটনা উপস্থাপন করুন। এসব তথ্য লিখলে সবাই তখন বুঝতে পারবেন কোনটি সত্য, কোনটি মিথ্যা। সাংবাদিকরা হলেন সমাজের বিবেক ও তাদের আছে অনুসন্ধানী চোখ। সবকিছু সবার আগে তাদের কাছে আসে। আপনারা যদি প্রতিবাদী হন তাহলে এ সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ অন্যায়ের প্রতিবাদী হবে সেটা আমার বিশ্বাস। যদি আমার কোন কাজে অন্যায় খুঁজে পান সাথে সাথে প্রতিবাদ করেন এবং জানতে চান।
সাংবাদিক ভাইদের বলছি, আওয়ামী সরকারের আমলে যারা ক্ষমতার চেয়ারে বসে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আপনারা যদি লেখনীর মাধ্যমে তুলে ধরেন ভালো লোকদের রাস্তা সুগম করেন। তাহলে পূর্বধলার আপামর জনসাধারণ ভালো থাকবে। যদি পূর্বধলায় বিগত দিনের মতোই খারাপ চিন্তা চেতনা ও যারা দুর্বৃত্তায়ন করে তাদের আবির্ভাব হয়। তাহলে পূর্বধলার পরিবেশ আবারও নষ্ট হবে।
তিনি বলেন, বিএনপির দলের নেতাকর্মীদের উদ্দেশ্য হচ্ছে, কথা শোনা জনগনকে পরামর্শ দেওয়া এবং তাদের পরামর্শ নেওয়া। ‘জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ও মালিকানা ফিরিয়ে দিতে বিএনপির ৩১ দফা একটি যুগপোযোগী রূপরেখা। ‘২০২৩ সালের ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা সবার মাঝে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ তাই আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে সাংবাদিকদের কাছে এসেছি।
এলাকার কোন সাধারণ, নিরীহ মানুষ যেনো হয়রানির শিকার না হয়। হলে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবসময় বিএনপি ও সচেতন গণ্যমান্য সমাজকে বলে আসছি। যে আওয়ামী লীগ করে যদি সে ভালো মানুষ হয় তার পাশে দাঁড়ানোর। যারা বিএনপির নাম ভাঙ্গি অপকর্ম করেছেন তাদের দায়-দায়িত্ব বিএনপি নেবেনা এগুলি আমার কথা নয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। আমি তারেক রহমান ও দল বিএনপি চিন্তা চেতনায় চলি।
এসময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আহমদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুর গনি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নজমুল হুদা ফিরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান ডানু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ তালুকদার, বিএনপি নেতা ডা: আব্দুল আজিজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
সবশেষে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের মাঝে ৩১ দফা সম্বলিত পুস্তিকা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এলাকা নিয়ে তার ভবিষ্যতে পরিকল্পনার কথাও আলোচনা করেন।