০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে দোষারোপ করলে আর সহ্য করা হবে না

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 53

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণখেলাপি হলেও ব্যবস্থা নেওয়া হয় না, অথচ সব দোষ চাপানো হয় বিএনপির ওপর। অন্য দলগুলো নিজেদের দোষ আড়াল করতে বিএনপিকে দোষারোপ করে আসছে, যা আর সহ্য করা হবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আবারও বাড়ছে। সরকার পরিবর্তন হলেও বাজার নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয়নি ।

মির্জা আব্বাস অভিযোগ করেন, যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে এবং নিত্যপণ্যের দাম বেড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতের কারণে নির্দিষ্ট একটি দলের সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না।

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত। তবে সরকারকে বিভ্রান্ত করতে কিছু রাজনৈতিক দল নানা ধরনের বক্তব্য দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

সদস্য নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিএনপির সদস্য করা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, দলের গুণগত মান বাড়ানোই আসল, সংখ্যা নয়— হাজার হাজার সদস্যের প্রয়োজন নেই, বরং ১০ জন সৎ ও নিবেদিত কর্মীই যথেষ্ট।

শেয়ার করুন

বিএনপিকে দোষারোপ করলে আর সহ্য করা হবে না

সময় ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণখেলাপি হলেও ব্যবস্থা নেওয়া হয় না, অথচ সব দোষ চাপানো হয় বিএনপির ওপর। অন্য দলগুলো নিজেদের দোষ আড়াল করতে বিএনপিকে দোষারোপ করে আসছে, যা আর সহ্য করা হবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আবারও বাড়ছে। সরকার পরিবর্তন হলেও বাজার নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয়নি ।

মির্জা আব্বাস অভিযোগ করেন, যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে এবং নিত্যপণ্যের দাম বেড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতের কারণে নির্দিষ্ট একটি দলের সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না।

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত। তবে সরকারকে বিভ্রান্ত করতে কিছু রাজনৈতিক দল নানা ধরনের বক্তব্য দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

সদস্য নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিএনপির সদস্য করা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, দলের গুণগত মান বাড়ানোই আসল, সংখ্যা নয়— হাজার হাজার সদস্যের প্রয়োজন নেই, বরং ১০ জন সৎ ও নিবেদিত কর্মীই যথেষ্ট।