বাপ্পা মজুমদার–তানিয়া দ্বিতীয় কন্যাসন্তানের বাবা–মা হলেন

- সময় ০৭:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / 295
সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার আবারও কন্যাসন্তানের বাবা হয়েছেন। নতুন কন্যাসন্তানের আগমনে ভীষণ আনন্দিত বাপ্পা মজুমদার এবং তিনি এই সুখবরটি প্রথম আলোকে জানিয়েছেন। সোমবার সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে বাপ্পা মজুমদার ও মডেল-অভিনেত্রী তানিয়া দম্পতির এই কন্যাসন্তান। চিকিৎসক নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন অভিনেত্রী তানিয়া হোসাইন।
বাপ্পা মজুমদার বলেন, ‘এটি সত্যিই অত্যন্ত আনন্দের অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। সবার কাছে আমাদের মেয়ে ও তার মায়ের জন্য দোয়া চাই। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।’ এর আগের দিন রোববার বাপ্পা মজুমদারের স্ত্রী, অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাপ্পা জানান, তাদের নতুন কন্যার নাম এখনো ঠিক হয়নি। বাপ্পা-তানিয়ার প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতার জন্ম ২০১৯ সালের ডিসেম্বরে।
২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান সম্পন্ন হয়। ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় অনুষ্ঠিত হয় এই বাগদান। এরপর ২৪ জুন ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited