বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি
- সময় ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 24
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চাঁদা দিতে না চাওয়ায় তাকে এ হুমকি দেওয়া হয়। সদর থানার ওসি মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, বুধবার দুপুর ১২টা ২০মিনিটের দিকে সদর থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের থানচি বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়িতে থাকা অবস্থায় একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অটল বাবু পরিচয়ে চাঁদা চাওয়া হয়।
ওসি মো. মাসুদ পারভেজ বলেন, থানজামা লুসাই একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রাণনাশের হুমকিসংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।
গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠন করে। প্রজ্ঞাপনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যাপক থানজামা লুসাইকে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ২০০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সকারের আমলেও থানজামা লুসাই বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।