ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন
বান্দরবানে ‘হত্যা মামলা’ রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের চেষ্টা
- সময় ০৩:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
- / 29
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ‘হত্যা মামলা’ রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী এক পরিবার। তাদের অভিযোগ, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আসামীরা নিজেদের বিএনপি’র সদস্য পরিচয় দিয়ে মামলাটি প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও বিগত সরকারের সময় আসামীরা এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো।
আজ রোববার ২৬ জানুয়ারি বান্দরবান প্রেসক্লাব কনফারেন্স রুমে এসব অভিযোগে এক সংবাদ সম্মেলন করে ভূক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ২০১৯ সালে জেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় ইমন বড়ুয়া নামে এক ব্যক্তি হত্যা হয়। এ ঘটনায় তখন ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দীপক বড়ুয়াসহ তার স্বজনদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর আসামি পরিবারটি নিজেদের ‘বিএনপি’ সমর্থক দাবি করে হত্যা মামলাটি রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করে মামলা থেকে অব্যাহতির চেষ্টা করছেন বলে অভিযোগ আনা হয়। এবং মামলাটি যাতে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয় সে জন্য আসামীরা তদবির শুরু করেছে।
সংবাদ সম্মেলনে, দীপক বড়ুয়া সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্টতার প্রমান হিসেবে বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন।
তাদের আশঙ্কা, আসামীরা অব্যাহতি পেলে তাদের পুরো পরিবার হত্যার শিকার হতে পারেন।
সংবাদ সম্মেলনে নিহতের বোন পুতুল রানী বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ মিনারুল হক, সাধারণ সম্পাদক এনএ জাকির হোসেনসহ ভুক্তভোগী পরিবার উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited