০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে নারী কনস্টেবলের আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সময় ১২:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 57

বান্দরবানে নারী কনস্টেবলের আত্মহত্যা

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুম্পা দাশ (৩০) নামের এক নারী কনস্টেবল। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাতে বনরূপা পাড়া এলাকায় তার ভাড়া বাসায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রুম্পা দাশ চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশের স্ত্রী।

পুলিশ জানায়, অফিসের ডিউটি শেষে রাতে রুম্পা দাশ ও তার স্বামী এবং দুই সন্তান একসঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান। তবে, ভোরে স্বামী এবং সন্তানদের সাথে না দেখে, তিনি তার স্ত্রীকে খুঁজতে গিয়ে দরজা ভেঙে দেখেন, গলায় ফাঁস দিয়ে স্ত্রীর মরদেহ ঝুলছে। এরপর স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা মরদেহটি নামিয়ে পুলিশে খবর দেন।

নিহত রুম্পা দাশের স্বামী সৌরভ দাশ জানান, “গতকাল অফিস শেষে বাসায় ফিরে আমরা বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ি। আমার স্ত্রী ওইসময় অন্য একটি কক্ষে ছিলেন। সকালে উঠে দেখি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কেন এমনটি ঘটল, আমি কিছুই বুঝতে পারছি না।”

বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, “আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

শেয়ার করুন

বান্দরবানে নারী কনস্টেবলের আত্মহত্যার অভিযোগ

সময় ১২:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুম্পা দাশ (৩০) নামের এক নারী কনস্টেবল। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাতে বনরূপা পাড়া এলাকায় তার ভাড়া বাসায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রুম্পা দাশ চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশের স্ত্রী।

পুলিশ জানায়, অফিসের ডিউটি শেষে রাতে রুম্পা দাশ ও তার স্বামী এবং দুই সন্তান একসঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান। তবে, ভোরে স্বামী এবং সন্তানদের সাথে না দেখে, তিনি তার স্ত্রীকে খুঁজতে গিয়ে দরজা ভেঙে দেখেন, গলায় ফাঁস দিয়ে স্ত্রীর মরদেহ ঝুলছে। এরপর স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা মরদেহটি নামিয়ে পুলিশে খবর দেন।

নিহত রুম্পা দাশের স্বামী সৌরভ দাশ জানান, “গতকাল অফিস শেষে বাসায় ফিরে আমরা বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ি। আমার স্ত্রী ওইসময় অন্য একটি কক্ষে ছিলেন। সকালে উঠে দেখি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কেন এমনটি ঘটল, আমি কিছুই বুঝতে পারছি না।”

বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, “আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে।”