০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে ফের ২২ শ্রমিক অপহরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সময় ০৫:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 36

শ্রমিক অপহরণ

বান্দরবানের লামা উপজেলায় আবারও ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়। তবে অপহরণকারীদের পরিচয় বা উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মুরুং ঝিরি পাড়ায় হানা দিয়ে ২২ জন শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে। তবে এখনো মুক্তিপণের কোনো দাবি পাওয়া যায়নি।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, “আমরা খবর পেয়েছি যে ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে।”

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেও একই ধরনের অপহরণের ঘটনা ঘটেছিল। গত ১ ফেব্রুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর চাপে তাদের ছেড়ে দেওয়া হয়। নতুন করে ২২ শ্রমিক অপহরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

বান্দরবানে ফের ২২ শ্রমিক অপহরণ

সময় ০৫:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় আবারও ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়। তবে অপহরণকারীদের পরিচয় বা উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মুরুং ঝিরি পাড়ায় হানা দিয়ে ২২ জন শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে। তবে এখনো মুক্তিপণের কোনো দাবি পাওয়া যায়নি।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, “আমরা খবর পেয়েছি যে ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে।”

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেও একই ধরনের অপহরণের ঘটনা ঘটেছিল। গত ১ ফেব্রুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর চাপে তাদের ছেড়ে দেওয়া হয়। নতুন করে ২২ শ্রমিক অপহরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।