বাদ পড়ার দিনে রেকর্ডবুক তছনছ করলেন লিটন দাস
- সময় ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
- / 25
লিটন কুমার দাসের ব্যাটিং দেখে তাজ্জ্বব হতে হয়েছে বহুদিন ক্রিকেট বিশ্বকে। তাক লাগানো স্ট্রোক আর খেলাকে এগিয়ে নিয়ে যেতে তার দৃষ্টিনন্দন ব্যাটিং মনোমুগ্ধকর বলেই মনে করেন বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা। তারপরও ফর্মহীনতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। বাদ পড়ার দিনেই ঝলক দেখালেন ব্যাট হাতে। ৪৪ বলে টি-টুয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন উইকেটরক্ষক-ব্যাটার। লিটনের সঙ্গে তাল মিলিয়েছেন তানজিদ তামিমও। টাইগার ওপেনারও পেয়েছেন সেঞ্চুরি। দুই সেঞ্চুরিতে রেকর্ডবুকে তছনছ করে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা ক্যাপিটালস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটে পাঠায় দুর্বার রাজশাহী। নির্ধারিত ২০ ওভার শেষে ১ উইকেটে ২৫৪ রান করেছে ঢাকা। বিপিএলে সর্বোচ্চ রানের সংগ্রহ এটি। ২০১৯ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের ৪ উইকেটে ২৩৯ রান ছিল শীর্ষে।
ব্যাটে নেমে সিলেটের মাটিতে যেন ক্ষোভ উপশম করলেন লিটন। চার-ছক্কার ফুলঝুরিতে ৪৪ বলে সেঞ্চুরি। সেঞ্চুরি ছোঁয়ার সময় ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। টি-টুয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। আগে পারভেজ হোসেন ইমন ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন।
খানিক পর তানজিদ তামিমও সেঞ্চুরি পূর্ণ করেন। ৬২ বলে ৬ চার ও ৭ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। চলতি আসরে পঞ্চম সেঞ্চুরি এটি। লিটন-তানজিদের আগে এবারের আসরে সেঞ্চুরি করেছেন উসমান খান, অ্যালেক্স হেলস ও থিসারা পেরেরা।
বিপিএলে এক ইনিংসে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে দুই সেঞ্চুরির দেখা মিলল। ২০১৯ সালে রংপুর রাইডার্সের জার্সিতে চট্টগ্রামের বিপক্ষে একই ইনিংসে রাইলি রুশো ও অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেছিলেন।
ইনিংসের তিন বল বাকি থাকতে তানজিদ ফিরে যান ১০৮ রান করে। ৬৪ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৮ ছক্কার মার। তার আগে অনন্য রেকর্ড গড়েন লিটন-তানজিদ। তাদের ১১৮ বলে ২৪১ রানের জুটি বিপিএল তো বটেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেও সর্বোচ্চ রানের জুটি।
বিপিএলে আগের সর্বোচ্চ রানের জুটি ছিল ২০১ রানের। ২০১৭ আসরে মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুরের জার্সিতে দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন ম্যাককুলাম ও ক্রিস গেইল জুটিটি গড়েছিলেন। ৮ বছর পর সেই রেকর্ড ভাঙলেন লিটন-তানজিদ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি ছিল ২২৯ রানের। ২০১৬ আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এই সংগ্রহ গড়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। সেটিও ভেঙেছে।
বিপিএলে উদ্বোধনী জুটিতে আগের রেকর্ড ছিল ১৯৭ রানের। ২০১৩ আসরে লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফিস খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে করেছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উদ্বোধনীতে আগে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে কুইন্টন ডি কক ও লোকেশ রাহুল। ২০২২ সালের আইপিএলে কলকাতার বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২১০ রান করেছিলেন।
পরে সাব্বির রহমানকে নিয়ে ২৫৪ রানে পৌঁছান লিটন। ১০ চার ও ৯ ছক্কায় ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। সাব্বির ২ বলে ৭ রান করেন।
রাজশাহীর হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শফিউল ইসলাম।