বাজারে এলো সিএনজি মোটরসাইকেল ! | Bangla Affairs
১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে এলো সিএনজি মোটরসাইকেল !

নিউজ ডেস্ক
  • সময় ০৫:১৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / 305

বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল ‘ফ্রিডম’ বাজারে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ভারতীয় টু-হুইলার ও থ্রি-হুইলার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাজাজ অটো। এই বাইকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি জ্বালানি খরচ সাশ্রয় করবে।

নির্মাতারা বলছেন, পরিবেশগতভাবেও বাজাজ ফ্রিডম বেশ উপকারী। পেট্রোলচালিত মোটর সাইকেলের তুলনায় প্রায় ২৬ দশমিক ৭ শতাংশ কম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করবে বাজাজ ফ্রিডম। সিএনজিচালিত যানবাহনগুলো সাধারণত ৮৫ শতাংশ কম নন মিথেন হাইড্রোকার্বন ও ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত করে।

আরাম, নিরাপত্তা ও সুবিধার সমন্বয় রয়েছে বাজাজ ফ্রিডমের নকশায়। মোটরসাইকেলের কাঠামোর মধ্যে সিএনজি সিস্টেমকে স্থাপন করা কঠিন হলেও একটি ট্রেলিস ফ্রেমের মধ্যে সিএনজি ট্যাংক ও অন্যান্য যন্ত্র নিরাপদে রাখতে সক্ষম হয়েছে বাজাজ অটো।

বাজাজ অটোর নির্বাহী পরিচালক রাকেশ শর্মা বলেন, ক্রমবর্ধমান জ্বালানি খরচ কমানো এবং ভ্রমণের মাধ্যমে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর জোড়া চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বাজাজ ফ্রিডম।

তিন ধরনের বাজাজ ফ্রিডম পাওয়া যাবে বাজারে। ফ্রিডম ১২৫ এনজি ০৪ ডিস্ক এলইডির দাম ১ লাখ ১০ হাজার রুপি, ফ্রিডম ১২৫ এনজি ০৪ ড্রাম এলইডির দাম ১ লাখ ৫ হাজার রুপি এবং ফ্রিডম ১২৫ এনজি ০৪ ড্রামের দাম ৯৫ হাজার রুপি।

কর্তৃপক্ষের দাবি, একই সিসির পেট্রোলচালিত মোটরসাইকেলের তুলনায় বাজাজ ফ্রিডম প্রায় ৫০ শতাংশ জ্বালানি সাশ্রয় করবে। মোটরসাইকেলটির বিশেষ সিএনজি ট্যাংকের সরবরাহ করা মাত্র দুই কেজি সিএনজি জ্বালানিতে অতিক্রম করা যাবে ২০০ কিলোমিটারের বেশি দূরত্ব। এর ফলে জ্বালানি খরচ কিলোমিটার প্রতি মাত্র ১ টাকায় দাঁড়াবে।

সিএনজি থাকলেও মোটরসাইকেলটিতে আছে বাড়তি একটি দুই লিটারের পেট্রোল ট্যাংকও, যা দূরত্বের এ পরিসীমা বাড়াতে সাহায্য করবে। মোটরসাইকেলটির সিএনজি সরবরাহ শেষ হলে অতিরিক্ত ১৩০ কিলোমিটার যাওয়া যাবে এ বাড়তি ট্যাংক দিয়ে।

জানা গেছে, বাইকটির হ্যান্ডেলেই একটি সুইচ থাকবে যা চাপলেই বাইক পেট্রোল থেকে সিএনজি মোডে চলে যাবে। আবার ওই সুইচটি চাপলেই ফের সিএনজি মোডে চলবে বাইক।

বাজাজর এমডি রাজীব বাজাজ জানিয়েছেন, বাইকটির আরও একটি বৈশিষ্ট্য হল এটির সিট অন্যান্য যেকোনও বাইকের থেকে লম্বা। ফলে পরিবার নিয়ে সফরের জন্য আদর্শ ফ্রিডম ১২৫ মোটরবাইক।

কর্তৃপক্ষ বলছেন, ভালো সাড়া পাওয়া গেলে ভারতের বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে। পাশাপাশি এই মোটরবাইক অন্য দেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে তাদের।

শেয়ার করুন

বাজারে এলো সিএনজি মোটরসাইকেল !

সময় ০৫:১৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল ‘ফ্রিডম’ বাজারে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ভারতীয় টু-হুইলার ও থ্রি-হুইলার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাজাজ অটো। এই বাইকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি জ্বালানি খরচ সাশ্রয় করবে।

নির্মাতারা বলছেন, পরিবেশগতভাবেও বাজাজ ফ্রিডম বেশ উপকারী। পেট্রোলচালিত মোটর সাইকেলের তুলনায় প্রায় ২৬ দশমিক ৭ শতাংশ কম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করবে বাজাজ ফ্রিডম। সিএনজিচালিত যানবাহনগুলো সাধারণত ৮৫ শতাংশ কম নন মিথেন হাইড্রোকার্বন ও ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত করে।

আরাম, নিরাপত্তা ও সুবিধার সমন্বয় রয়েছে বাজাজ ফ্রিডমের নকশায়। মোটরসাইকেলের কাঠামোর মধ্যে সিএনজি সিস্টেমকে স্থাপন করা কঠিন হলেও একটি ট্রেলিস ফ্রেমের মধ্যে সিএনজি ট্যাংক ও অন্যান্য যন্ত্র নিরাপদে রাখতে সক্ষম হয়েছে বাজাজ অটো।

বাজাজ অটোর নির্বাহী পরিচালক রাকেশ শর্মা বলেন, ক্রমবর্ধমান জ্বালানি খরচ কমানো এবং ভ্রমণের মাধ্যমে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর জোড়া চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বাজাজ ফ্রিডম।

তিন ধরনের বাজাজ ফ্রিডম পাওয়া যাবে বাজারে। ফ্রিডম ১২৫ এনজি ০৪ ডিস্ক এলইডির দাম ১ লাখ ১০ হাজার রুপি, ফ্রিডম ১২৫ এনজি ০৪ ড্রাম এলইডির দাম ১ লাখ ৫ হাজার রুপি এবং ফ্রিডম ১২৫ এনজি ০৪ ড্রামের দাম ৯৫ হাজার রুপি।

কর্তৃপক্ষের দাবি, একই সিসির পেট্রোলচালিত মোটরসাইকেলের তুলনায় বাজাজ ফ্রিডম প্রায় ৫০ শতাংশ জ্বালানি সাশ্রয় করবে। মোটরসাইকেলটির বিশেষ সিএনজি ট্যাংকের সরবরাহ করা মাত্র দুই কেজি সিএনজি জ্বালানিতে অতিক্রম করা যাবে ২০০ কিলোমিটারের বেশি দূরত্ব। এর ফলে জ্বালানি খরচ কিলোমিটার প্রতি মাত্র ১ টাকায় দাঁড়াবে।

সিএনজি থাকলেও মোটরসাইকেলটিতে আছে বাড়তি একটি দুই লিটারের পেট্রোল ট্যাংকও, যা দূরত্বের এ পরিসীমা বাড়াতে সাহায্য করবে। মোটরসাইকেলটির সিএনজি সরবরাহ শেষ হলে অতিরিক্ত ১৩০ কিলোমিটার যাওয়া যাবে এ বাড়তি ট্যাংক দিয়ে।

জানা গেছে, বাইকটির হ্যান্ডেলেই একটি সুইচ থাকবে যা চাপলেই বাইক পেট্রোল থেকে সিএনজি মোডে চলে যাবে। আবার ওই সুইচটি চাপলেই ফের সিএনজি মোডে চলবে বাইক।

বাজাজর এমডি রাজীব বাজাজ জানিয়েছেন, বাইকটির আরও একটি বৈশিষ্ট্য হল এটির সিট অন্যান্য যেকোনও বাইকের থেকে লম্বা। ফলে পরিবার নিয়ে সফরের জন্য আদর্শ ফ্রিডম ১২৫ মোটরবাইক।

কর্তৃপক্ষ বলছেন, ভালো সাড়া পাওয়া গেলে ভারতের বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে। পাশাপাশি এই মোটরবাইক অন্য দেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে তাদের।