বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- সময় ১১:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / 58
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মোল্লাহাটের নগরকান্দি বিশ্বাস বাড়ির মোড় থেকে র্যালিটি শুরু হয়ে নগরকান্দি স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ হৃদয় আহম্মেদ, গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলার সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি খায়রুল বসার, দপ্তর সম্পাদক রাহাত ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বক্তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের নেতারা বলেন, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়। শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সকল ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি শিক্ষার্থীদের পাশে থাকবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ভিপি নুরুল হক নুর।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited