বাগমারায় খালেদা জিয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিল

- সময় ০৯:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 10
রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া‘র রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ রমজান শনিবার (২২ মার্চ) গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
তিনি তার বক্তব্যে বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই,দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা দাবি করে আসছেন এটা জনগনের আশার প্রতীক।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন,তিনি বলেন গত ষোল বছর যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সে রকম কোন ষড়যন্ত্র এদেশের সাধারণ জনগন আর কখনো হতে দিবে না।
সভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপি সভাপতি আ.ন. ম শামসুর রহমান মিন্টু গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মহুরি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা বাদশা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ইউসুফ আলী, সমির উদ্দিন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণত সম্পাদক আব্দুল আলিম বাবু, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, সোনাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন, কাচারি কোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিন রেজা ,গোয়ালকান্দি ইউ’পি যুবদলের আসাদুল ইসলাম সহ ইউনিয়ন, পৌরসভা উপজেলার সকল শ্রেণির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited