বাংলা অ্যাফেয়ার্সে সংবাদ প্রকাশ: মোফাজ্জলকে বান্দরবানে বদলী
- সময় ০৯:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
- / 160
বাংলা অ্যাফেয়ার্সের জামালপুরের নিজস্ব প্রতিবেদক শেখ ফজলে রাব্বির করা ‘মোফাজ্জলের দুর্নীতির তদন্তে শিক্ষা অধিদপ্তরের পরিচালক’ শিরোনামে সংবাদ প্রকাশের পরই বদলী করা হয়েছে সেই কর্মকর্তাকে।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনকে বান্দরবানে বদলী করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ১) ড. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি ঢাকা জেলার সহকারী প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসানকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) অর্পণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, বদলী, পদায়ন, অর্থ বানিজ্যের প্রায় ১০ টি অভিযোগ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়। এদিকে গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন)(অতিরিক্ত দায়িত্ব) ড. মো: আতাউল গনি তদন্তে আসেন।
এদিকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন ১) ড. বিলকিস বেগম রাত সাড়ে আটটায় এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান , প্রশাসনিক কারণে বদলী করা হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited